Islampur College

Estd : 1973. Affiliated to University of North Bengal (State University)

NAAC Accredited with B , ISO Certified 21001:2018

অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নিয়মাবলী – Islampur College

অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নিয়মাবলী

অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নিয়মাবলী
১) অ্যাসাইনমেন্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তার উপরেই নিজে হাতে লিখতে হবে। যদি বেশি কাগজ লাগে তাহলে ডাউনলোড কপিটি জেরক্স করে নিলেই হবে অথবা A4 কাগজের মধ্যে লিখতে হবে।
২) প্রতিটি স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট নিজে হাতে লিখে কলেজ ওয়েবসাইটে আপলোড করতে হবে।
৩) অ্যাসাইনমেন্ট নিজে হাতে লেখার পর সেটিকে SCAN (pdf format only) করে কলেজ ওয়েবসাইটে নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
কলেজ ওয়েবসাইটে আপলোড না করলে কোন নাম্বার পাবে না।
৪) কলেজ খোলার পর অ্যাসাইনমেন্ট কপিটি জমা নেওয়া হবে, তার আগে কারো কাছে জমা করলে সেটি বাতিল বলে গণ্য হবে।
অনুমত্যানুসারে,
ইসলামপুর কলেজ কর্তৃপক্ষ।