Islampur College

Estd : 1973. Affiliated to University of North Bengal (State University)

NAAC Accredited with B , ISO Certified 21001:2018

Notice/বিজ্ঞপ্তি – Islampur College

Notice/বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ইসলামপুর কলেজ-পত্রিকা “অন্বেষা” খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। এইজন্যে কলেজের প্রত্যেক ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী, এবং কলেজের সঙ্গে যুক্ত বর্তমান বা প্রাক্তন কর্মী বা সদস্যবৃন্দের কাছে উক্ত পত্রিকার জন্যে বাংলা/ ইংরেজি/ হিন্দি/ উর্দু ভাষায় মৌলিক রচনা অর্থাৎ কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, চিত্রকলা ইত্যাদি জমা দেবার জন্যে আহ্বান করা হচ্ছে। স্পষ্ট হস্তাক্ষরে লিখিত পাণ্ডুলিপির হার্ডকপিতে লেখকের নাম, পদবী, এবং মোবাইল নম্বর উল্লেখ করা বাঞ্ছনীয়।
জমা দেবার শেষ তারিখ ২৬/০৯/২০২২ ইং এবং তা নিচের অধ্যাপক মণ্ডলীর কাছে জমা দেওয়া যেতে পারে –
১) অধ্যাপিকা ব্রততী সিংহ (বাংলা বিভাগ)
২) অধ্যাপক কাঞ্চন রায় (ইংরেজি বিভাগ)
৩) অধ্যাপিকা রেজিনা লকরা (হিন্দি বিভাগ)
৪) অধ্যাপক ড. উজির আহমেদ (উর্দু বিভাগ)।


Notice

We are glad to inform you that our college magazine “Anwesha” will be published very soon. Therefore all the Students, Ex-students, Teachers, Non-teaching staff, and other present or former staff/members of the Islampur College are invited to submit their original & creative articles (i.e. poems, short stories, essays, artworks etc.) in Bengali / English / Hindi / Urdu. The hard copy of the manuscripts should be in neat handwriting with the writer’s name, designation, and mobile number.
The manuscripts may be submitted latest by 26/09/2022 to the following teachers:-
(1) Prof. Bratati Singha [Department of Bengali] (2) Prof. Kanchan Roy [Department of English] (3) Prof. Regina Lakra [Department of Hindi] (4) Dr Md. Uzair Ahmed [Department of Urdu].